• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা নিলয় আলমগীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ১১:৩৪ এএম
ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা নিলয় আলমগীর
অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বেশ কয়েকদিন ধরেই এ অভিনেতা জ্বরে ভুগছেন। এরপর জ্বর কিছুটা কম আসলে ডেঙ্গু পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নিলয়।

জনপ্রিয় এই অভিনেতা বলেন, জ্বর যখন কমে আসলো, তখন রিপোর্ট আসলো ডেঙ্গু পজেটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। ডাক্তার বলল- আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। খুব ইচ্ছা ছিল শুটিং শুরু করব কিন্তু সম্ভব হচ্ছে না। কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো। সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দিব।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও বেশকিছু বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন। তার মধ্যে ‘কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার’, ‘বাংলালিংক দেশ’, ‘আইস কুল সাবান’, ‘সিঙ্গার’ উল্লেখযোগ্য।

বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু ভয়ানক আকার ধারণ করেছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে অভিনেতা থেকে শুরু করে সাধারণ মানুষেরা। 

Link copied!