• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

হাসপাতালে কবীর সুমন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৪:১৬ পিএম
হাসপাতালে কবীর সুমন

জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী কবীর সুমন।

সোমবার ভোরে এ শিল্পীকে কলকাতার শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল হাসপাতালে (এসএসকেএম) ভর্তি করা হয় বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, হাসপাতালে ভর্তির পর কবীর সুমনের করোনাভাইরাস নমুনা সংগ্রহ করা হয়েছে; তবে রিপোর্ট এখনও হাতে আসেনি। তার বুকের এক্স-রে, সিটি স্ক্যান ও রক্ত পরীক্ষাও করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, ৭২ বছর বয়সী সুমন চার দিন ধরে গলাব্যথার সঙ্গে শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

Link copied!