• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

স্বামীর সঙ্গে মালদ্বীপে সানা খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৪:৪৭ পিএম
স্বামীর সঙ্গে মালদ্বীপে সানা খান

বলিউড ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন সানা খান। এখন তিনি ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী জীবন যাপন করছেন। বিয়ে করেছেন আনাস সাইদ নামের একজন মুফতিকে। বলা যায় সুখেই কাটছে তাদের সংসার।

এদিকে সময় পেলে স্বামীর সঙ্গে দেশ-বিদেশে ঘুরতে বের হন সানা খান। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশিত ট্যুরের ছবির মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। এবার সানা স্বামীকে নিয়ে ঘুরতে গেলেন মালদ্বীপ। সেখানে পৌঁছানো থেকে শুরু করে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত যাত্রার ভিডিও শেয়ার করেন এই সাবেক অভিনেত্রী।

ভিডিওতে সানাকে বলতে শোনা যায়, অবশেষে তিনি ঘোরার সুযোগ পেয়েছেন। বিমানবন্দরে সব সাবধানতা অবলম্বন করেছেন। নামাজ সময়মতোই আদায় করে নিয়েছেন। দারুণ সময় কাটছে তাদের।

ভিডিওতে সানার পরনে দেখা যায় বোরকা আর আনাসের গায়ে ছিল সাদা কুর্তা-পাজামা ও ব্লেজার। ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে গত বছর অক্টোবরে সবাইকে চমকে দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন সানা খান।

Link copied!