চিত্রনায়িকা একা ও পরীমনির অপরাধকাণ্ডে বিব্রত চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানালেন, দুয়েকজনের কৃতকর্মের জন্য সকল শিল্পীকে খারাপ ভাবা কাম্য নয়।
এদিকে এই দুই চিত্রনায়িকার বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি নীরব রয়েছে। এক্ষেত্রে তাদের অবস্থান এখনো পরিষ্কার নয়। জায়েদ খান বলেন, “বিষয়টি নিয়ে আমরা সদস্যদের মধ্যে কথা বলছি। সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”
গেল ৩১ জুলাই গৃহকর্মী নির্যাতন মামলায় গ্রেপ্তার হন এক সময়ের নায়িকা একা। তার বিরুদ্ধে গৃহকর্মীকে হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। এখন তিনি কারাগারে আছেন।
অন্যদিকে বুধবার (৪ আগস্ট) বিকালে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)। তিনি এখন র্যাব হেফাজতে রয়েছেন।
এছাড়া জানা গেছে, র্যাবের কড়া নজরদারিতে আরো কয়েকজন চিত্রনায়িকা আছেন। যাদের ধরনে যেকোনো সময় অভিযান পরিচালনা করা হবে।