• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

মোশাররফ করিমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ১০:৫৬ এএম
মোশাররফ করিমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা

একটি নাটকে আইনজীবীদের বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনে অভিনেতা মোশাররফ করিমসহ চার ব্যক্তি ও বৈশাখী টিভির বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন মো. রফিকুল ইসলাম হোসাইনী নামের এক আইনজীবী।  

রোববার (১৮ জুলাই) বেলা তিনটায় কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চন্দন কান্তি নাথের আদালতে মামলাটি করেন তিনি।

মামলায় মোশাররফ করিম ছাড়াও বিবাদী করা হয়েছে অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে।

‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে বাদী সূত্রে জানা গেছে।

বাদী পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্টে রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

Link copied!