• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

মা হারালেন অক্ষয় কুমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ১২:০৫ পিএম
মা হারালেন অক্ষয় কুমার

প্রয়াত বলিউড তারকা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বুধবার (৮ সেপ্টেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এক টুইট বার্তায় নিজের মাতৃবিয়োগের খবর জানান অক্ষয় কুমার।

অক্ষয় কুমার লিখেছেন, “তিনি আমার সবকিছু ছিলেন। এবং আজ আমার অস্তিত্বের গভীরে আমি এক নিদারুণ ব্যথা অনুভব করছি। আমার মা, শ্রীমতি অরুণা ভাটিয়া আজ সকালে ইহলোক ত্যাগ করেছেন এবং পরলোকে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। এই কঠিন পরিস্থিতিতে আপনাদের সকলের প্রার্থনাকে আমি সম্মান জানাই। ওম শান্তি।”

বিগত কিছুদিন ধরেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন অক্ষয় কুমারের মা। গত সপ্তাহে লন্ডনের শ্যুটিং মাঝপথে ছেড়েই দেশে ফিরে আসেন অভিনেতা। মঙ্গলবারই তার মায়ের জন্য প্রার্থনা করতে বলে অনুরাগীদের উদ্দেশে একটি পোস্ট করেন তিনি।

Link copied!