• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী আজ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২১, ০৩:৪৬ পিএম
মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী আজ 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে তিনি মারা যান।

স্নায়ু শিথিল করতে মাত্রাতিরিক্ত প্রপোফল সেবনে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়।

মাইকেল জ্যাকসন ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জোসেফ ওয়াল্টার জ্যাকসন। মাইকেল পরিবারের সপ্তম সন্তান। চার ভাইকে সঙ্গে নিয়ে মাত্র ছয় বছর বয়সে পেশাদার জগতে পা রাখেন তিনি।

১৯৮২ সালে তার থ্রিলার অ্যালবাম ভেঙে দেয় পৃথিবীর সব রেকর্ড। অলটাইম হিটসের তালিকায় আছে অফ দ্য ওয়াল (১৯৭৯), ব্যাড (১৯৮৭), ডেঞ্জারাস (১৯৯১) এবং হিস্টরি (১৯৯৫)।

মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবর সার্চ ইঞ্জিন গুগলে এতো বেশি খোঁজা হয়েছিল যে, ২৫ মিনিটের মতো সার্ভার বন্ধ ছিল। এমনকি সেদিন বিকেলে উইকিপেডিয়া, টুইটার এবং এওএল একসঙ্গে ক্র্যাশ করে।

Link copied!