• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

অপূর্বর বিয়ের মধ্যেই নিজের বিয়ের খবর জানালেন প্রাক্তন স্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০১:০৪ পিএম
অপূর্বর বিয়ের মধ্যেই নিজের বিয়ের খবর জানালেন প্রাক্তন স্ত্রী

চার বছর প্রেমের পর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। আজ বৃহস্পতিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা।

এদিকে জানা গেছে, অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও চলতি বছর জানুয়ারিতে বিয়ে করেছেন। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

অদিতি বলেন, “অপূর্বর সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরের বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই।”

অদিতি আরও বলেন, “অপূর্বর সাথে আমার ৬ মাস সেপারেশন থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের নিউজ প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।”

অদিতির বর্তমান স্বামীর নাম মাহবুব পারভেজ। তিনি করপোরেট অঙ্গনে চাকরি করেন। অদিতি জানান, বিচ্ছেদের প্রায় এক বছর পর পারভেজের সঙ্গে তার পরিচয় হয়। তার পরিবারও পারভেজকে ভীষণ পছন্দ করেন। সেই সুবাদেই বিয়ে করেন তারা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!