বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পর্নো তারকা মিয়া খালিফা। জানালেন, সর্বাত্মক চেষ্টা করেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি তিনি। এক ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে এক পোস্টে মিয়া লেখেন, “আমাদের বিয়ে যাতে টিকে যায় সেই কারণে বিগত এক বছর ধরে আমরা দুজনেই অনেক চেষ্টা করেছি। কিন্তু একবছর ধরে থেরাপি ও চেষ্টার পরেও আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি জানান, বিয়ে ভাঙলেও দুজন দুজনের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা একই থাকবে। মিয়া আরও যোগ করেন, “এই বিয়ে ভাঙার কারণ হিসেবে কেউ কাউকে দোষ দেব না। জীবনের এই পর্বকে আমরা বন্ধ করছি কোনো ক্ষোভ বা হতাশাকে সঙ্গী করে নয়। বরং এইখান থেকেই দুজন আবার নতুন করে জীবন শুরু করব। একটাই কথা বলতে চাই, বিয়ে বাঁচাতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি।”
২০১৯ সালে বাগদান হয় মিয়া-রবার্টের। ২০২০-র জুনে বিয়ে করেন তারা। প্রসঙ্গত, এর আগেও একবার বিয়ে করেছিলেন মিয়া। ২০১১ সালেও ছোটবেলার প্রেমিককে বিয়ে করেছিলেন মিয়া। ২০১৪ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।







-20251028132147.jpg)



























