• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিপ্লব সাহার ‘পুজোয় ছুটি নাই’!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০২:২৯ পিএম
বিপ্লব সাহার ‘পুজোয় ছুটি নাই’!

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে শনিবার (১ অক্টোবর) থেকে। সনাতনীদের সঙ্গে এই উৎসবে মেতেছে অন্য ধর্মের মানুষও।
 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই মুক্তি পায় বিভিন্ন গান। এবারও তার ব্যতিক্রম নয়। বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা ‘পূজায় ছুটি নাই’ শিরোনামের একটি গান এবার উপহার দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের।

শনিবার বিপ্লব সাহা ও বিশ্বরঙের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

এ গানটি লিখেছেন জীবন ফারুকী। এতে সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটি প্রকাশ হয়েছে মিউজিক ভিডিও আকারে।

ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা আজম খান, শিপন মিত্র, এন কাজলসহ একঝাঁক মডেল।

বিপ্লব সাহা বলেন, ‘এপার-ওপার দুই বাংলার একঘেয়েমি পূজার গানে যারা ক্লান্ত, আমাদের গানটি তাদের জন্য। এটি কোনো গান নয়, অগণিত চাকরিজীবী মানুষের মনের কথা, যারা ছুটি পান না। দূর থেকে আমাকে উদ্যোক্তা বা ব্যবসায়ী মনে হলেও আমিও একজন চাকরিজীবী। আমার বস ঈশ্বর।’

Link copied!