• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

বাবা হচ্ছেন সিয়াম আহমেদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ১২:৪৪ পিএম
বাবা হচ্ছেন সিয়াম আহমেদ

বাবা হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। শনিবার এ সুখবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ পোস্টের মাধ্যমে নিজেই দিয়েছেন।

ফেসবুকে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সিয়াম। ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর পেটে চুমু দিচ্ছেন তিনি। আর মুচকি হেসে অবন্তী তাকিয়ে আছেন তার দিকে।

ছবির ক্যাপশনে সিয়াম লেখেন, “দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্।”

চলতি মাসেই নিজেদের বিবাহিত জীবনের তিন বর্ষপূর্তি উদযাপন করেছেন সিয়াম-অবন্তী। গেল ১৫ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় সিয়ামের সঙ্গে নিজের একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে অবন্তী লিখেছেন, “এভাবেই কেটে গেল তিনটা বছর।”

১৬ ডিসেম্বর নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন অবন্তী। ক্যাপশনে লিখেছেন, “জীবন এবং সময় দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের জন্য শুভ বিবাহবার্ষিকী।” তার সেই পোস্টে নেটাগরিকরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। সঙ্গে তাদের নাচের পুরোনো ভিডিওতে এক ঝলক চোখ বুলিয়েছেন।

অন্যদিকে এই দম্পতির মেহেদি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সিয়াম। তিনি লিখেছেন, “৩ বছর হলো শাম্মা রুশাফি অবন্তী! আমার একান্ত ৯৯৯ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।” এই নায়কের পোস্টেও অভিনন্দন জানিয়েছেন নেটাগরিকরা।

প্রসঙ্গত, স্বর্ণালি সময়ে পদার্পণ করছেন তিনি। এই অভিনেতার হাতে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ও সম্ভাবনাময় সিনে লাইনআপ। সিয়ামকে সর্বশেষ দেখা গেছে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায়। এটি গত শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বহুল আলোচিত ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মৃধা বনাম মৃধা’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো। এ ছাড়াও তার হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’-এর মতো আলোচিত সিনেমার কাজ।

Link copied!