• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ৩০ রবিউস সানি ১৪৪৭

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০২:২১ পিএম
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য অভিনেতা আলমগীর। এর আগে এই পদের দায়িত্বে ছিলেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। তার মৃত্যুর পর পদটি শূন্য হয়। শূন্য থাকা সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন কবরীর সহকর্মী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীর। এ ছাড়া সংগঠনের কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমকে।

শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!