• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

ফেসবুকে শাকিবকে খোঁচা, সমালোচিত ওমর সানি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৪:২২ পিএম
ফেসবুকে শাকিবকে খোঁচা, সমালোচিত ওমর সানি

ফেসবুকে বেশ সক্রিয় থাকেন সুপারস্টার শাকিব খান। বিভিন্ন সময়ে ছবি প্রকাশ করে তাতে ইংরেজীতে ক্যাপশন জুড়ে দেন তিনি।

শনিবার (২৮ আগস্ট) নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন শাকিব খান। ইংরেজীতে লেখা ক্যাপশনের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “সব সময় মনে রাখবেন, আপনার বর্তমান গন্তব্যই চূড়ান্ত গন্তব্য নয়। সেরাটি এখনও আসেনি, ধৈর্য ধরুন।”

এই পোস্টে অনাহুত মন্তব্য করেন ওমর সানি। তিনি লিখেছেন, “লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।”

ওমর সানীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়েছেন শাকিব খানের ভক্তরা। অনেকেই ওমর সানীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

kalerkantho

এদিকে মজা করে এমনটা লিখেছেন বলে জানিয়েছেন ওমর সানি। তিনি বলেন, “মজা করেই এমনটা লিখেছি। শাকিব তো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, এই রেশ ধরেই বলি, আমি ওকে অনেক পছন্দ করি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না!”

তবে এমন মন্তব্যে নিজের ভুল বুঝতে পেরেছেন ওমর সানি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। জানালেন, ভবিষ্যতে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকবেন।

Link copied!