• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

ফরাসি নবতরঙ্গের বড় তারকার চিরবিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৯:১৯ এএম
ফরাসি নবতরঙ্গের বড় তারকার চিরবিদায়

যুদ্ধ-পরবর্তী ফরাসি সিনেমার অন্যতম বড় তারকা জিন-পল বেলমন্ডো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

বিবিসি জানায়, বেলমন্ডো ৮৮ বছর বয়সে তার প্যারিসের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। সোমবার তার পরিবার মৃত্যুর খবর জানায়।

জিন-পল বেলমন্ডোর , যিনি প্রথম ফ্রেঞ্চ নিউ ওয়েভ সিনেমা আন্দোলনের অংশ হিসেবে জিন-লুক গোডার্ডের মতো চলচ্চিত্র দিয়ে খ্যাতি অর্জন করেন। কমেডি, থ্রিলারসহ ৮০টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।

বেলমন্ডোর আইনজীবী মিশেল গডেস্টের এএফপিকে পাঠানো এক বিবৃতিতে পরিবারটি বলেছে, “তিনি কিছু সময়ের জন্য খুব ক্লান্ত ছিলেন। কোনো জটিলতা ছাড়াই তিনি মারা গেছেন।”

বেলমন্ডো ১৯৩৩ সালের ৯ এপ্রিল নিউইলি-সুর-সিনের ধনী প্যারিস শহরতলিতে জন্ম নেন। শিল্পীর পরিবারে তার বেড়ে ওঠা। তার বাবা ছিলেন একজন বিখ্যাত ভাস্কর।

বেলমন্ডো স্কুলে খারাপ ছাত্র ছিলেন। কিন্তু বক্সিংয়ে ভালো ছিলেন। অর্ধশতাব্দী ধরে চলমান চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করার আগে তিনি থিয়েটারে কাজ করেন। তার চলচ্চিত্রের ১৩০ মিলিয়ন সিনেমার টিকিট বিক্রি হয়েছিল।

ফ্রান্সে ‘বেবেল’ নামে পরিচিত ছিলেন বেলমন্ডো। প্রায়ই তাকে ‘লে ম্যাগনিফিক’ (দ্য ম্যাগনিফিসেন্ট) নামেও ডাকা হতো। ১৯৭০ দশকের গোপন এজেন্ট ব্যঙ্গে অভিনয় করেন তিনি।

বেলমন্ডোর মৃত্যুতে শোক জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ টুইট করেছেন, “তিনি সর্বদা মহিমান্বিত হবেন।”

বেলমন্ডোকে ‘জাতীয় সম্পদ’ আখ্যায়িত করে ম্যাক্রন যোগ করেন, “আমরা সবাই তার মধ্যে নিজেকে চিনতে পেরেছি।”

Link copied!