মাদকসহ চিত্রনায়িকা পরীমনির আটকের ঘটনায় বিব্রতকর পরিস্থিতে পড়ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এমনটাই বলছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তবে এ ধরনের অভিযান চলচ্চিত্রের জন্য ক্ষতিকর বলে মনে করছেন তিনি।
সোহান বলেন, “কাদের স্বার্থে এসব করা হচ্ছে সেটা বুঝতে পারছি না। আমার খুব অসহ্য লাগছে, গত দুই বছর ধরে শিল্পীরা খুব খারাপ অবস্থার মধ্যে আছেন। এই পরিস্থির মধ্যে কীভাবে তাদের ছোট করা যায়, কীভাবে তাদের সর্বনাশ করা যায় সেই প্রচেষ্টা চলছে। একজন অন্যায় করছে, অথচ পেছনের অনেকের নাম জড়িয়ে যাচ্ছে। এসবের পেছনের রহস্য খুঁজে বের করা উচিত।”
তিনি আরো বলেন, “তাদের (মডেল ও অভিনেত্রী) অবশ্যই জানানো উচিত যে, তোমরা অপরাধ করছো। তোমাদের সম্পর্কে রিপোর্ট আছে। তাহলে ব্যাপারটা এত খারাপ হতো না। এখন আমার কাছে মনে হচ্ছে, তাদের ইচ্ছাকৃতভাবে সমস্যায় ফেলা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, চলচ্চিত্রকর্মীদের যেন সম্মান করা হয়।
তিনি জানান, অন্যায় যিনি করেছেন তার যেন শাস্তি হয়। কিন্তু অন্যায়কারীর সঙ্গে অন্যকোনো মানুষের নাম জড়ানো না হয়। এমনিতে আমাদের ইন্ডাস্ট্রি শেষপ্রান্তে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এই সময়ে যদি এমন পরিস্থিতে পড়তে হয় তাহলে মনে হয় না ঘুরে দাঁড়াতে পারব।
বুধবার (৪ আগস্ট) বিকালে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)। তিনি এখন র্যাব হেফাজতে রয়েছেন।