• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন করবেন না শাকিব, সিদ্ধান্ত জানাননি নিপুণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১২:৫৯ পিএম
নির্বাচন করবেন না শাকিব, সিদ্ধান্ত জানাননি নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ইতোমধ্যে খবর চাউর হয়েছে, নিপুণের সঙ্গে প্যানেল গঠন করে তৃতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন শাকিব খান। তবে শিল্পী সমিতির কোনো নির্বাচনের তিনি প্রার্থী হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

শাকিব খান বলেন, “আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো পুরোপুরি মনগড়া-আজগুবি। অনেকটা হাওয়া থেকে পাওয়া নিউজ। যে বা যারা আমাকে জড়িয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার নিউজ করেছে কেউ আমার সাথে কথা বলেনি। যারা নিউজ করেছে অনেককে ব্যক্তিগতভাবে চিনি না; আবার চিনলেও গত ছয়মাসেও তাদের সাথে দেখা হয়নি, এসব নিয়ে আলাপ হয়নি।”

শাকিব খান আরও বলেন, “অনেক আগে নিপুণ আমাকে বলেছিলেন রিয়াজ ভাইদের নিয়ে আমাকে রেখে নির্বাচন করতে চান। কিন্তু তখনই আমি না করে দিয়েছিলাম। বলেছিলাম, নির্বাচন করলে পরপর দুবার নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারও করতাম। সেচ্ছায় যেহেতু সরে এসেছি আর এসবে নিজেকে জড়াতে চাই না।”

এদিকে নিপুণ নির্বাচন নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি। রহস্য জিঁইয়ে রেখেছেন। নিপুণ বলেন, “আগামী মাসে এ ব্যাপারে বিস্তারিত জানাব। সে পর্যন্ত অপেক্ষা করুন।”

শাকিব খান এর আগে টানা তিনবার শিল্পী সমিতির সভাপতি ছিলেন। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই সংগঠনটির মুখ্য নেতা ছিলেন তিনি। মাঝে কয়েক বছর তিনি সমিতির নির্বাচন থেকে নিজেকে দূরে রাখেন।

Link copied!