• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

নির্ঝরের ছবিতে অপি করিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৬, ২০২১, ১১:০২ এএম
নির্ঝরের ছবিতে অপি করিম

নতুন চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন অপি করিম। এনামুল করিম নির্ঝর পরিচালিত ছবিটির নাম ‘বিশেবিষ’। ২০১৯ সালে সালে নির্ঝর একসঙ্গে নয়টি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই ছবিগুলোর মধ্যে এটি একটি। 

ছবি প্রসঙ্গে নির্ঝর বলেন, “অপি করিম আমার ছবিতে অভিনয় করছেন। ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। আশা করি আমরা সুন্দর একটি কাজ উপহার দিতে পারব।”

‘বিশেবিষ’ সিনেমা নিয়ে জানতে চাইলে নির্ঝর বলেন, ‘করোনা পরিস্থিতি আমরা যেভাবে মোকাবিলা করছি, সেটারই গল্প বিশেবিষ। এখানে ব্যক্তিসম্পর্ক, সামাজিক ও রাজনৈতিক বিষয়ও আছে। সিনেমাটিকে একটি আখ্যান বলতে চাই আমি।”

এনামুল করিম নির্ঝর ও অপি করিম স্বামী-স্ত্রী। ২০১৬ সালের ৭ জুলাই বিয়ে করেন তারা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!