বলিউডে মুক্তি পাচ্ছে বাংলাদেশি মডেল তানজিয়া জামান মিথিলার ‘রোহিঙ্গা’ সিনেমাটি। জানা গেছে, হায়দার খান পরিচালিত এই সিনেমা ১৫ নভেম্বর বিশ্বব্যাপী অ্যাপেল টিভিতে মুক্তি পাবে।
এদিকে মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় উচ্ছ্বসিত মিথিলা। গণমাধ্যমকে তিনি বলেন, “খুবই আনন্দের সংবাদ এটি আমার জন্য। তবে আমার মনটা কিছুটা খারাপ সিনেমাটা হলে মুক্তি পাচ্ছে না। করোনার কারণে সবকিছু এলোমেলো করে দিল। এটি ভারতের সব রাজ্যের সিনেমা হলে মুক্তি দেয়ার প্ল্যান ছিল। তারপরও ছবিটি মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। অপেক্ষা করছি দর্শকের প্রতিক্রিয়ার।”
এসময় তিনি নিজেকে ভাগ্যবান উল্লেখ করে বলেন, “আমি অনেক লাকি যে ক্যারিয়ারের প্রথম সিনেমাটি বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে করতে পেরেছি। এখানে রোহিঙ্গাদের গল্প উঠে এসেছে। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি।”
‘রোহিঙ্গা’ ছবিটি থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির কাজ হয়েছে। রোহিঙ্গা ও হিন্দি, দুই ভাষাতে এর কাজ হয়েছে। এজন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে মিথিলাকে।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ হিসেবে বিজয়ী হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞায় ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে মডেল তানজিয়া জামান মিথিলার নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।