গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা-কে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। খবরটি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি মো. আব্দুর রশীদ।
তিনি বলেন, “একা নামে একজনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পেয়েছি। শুনেছি তিনি মিডিয়াতে কাজ করেন। আহত গৃহকর্মীকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”
রশীদ আরও জানান, একার ঘর থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশী মদ ও গাজা উদ্ধার করা হয়েছে। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তার বিরুদ্ধে দুইটি মামলার প্রস্তুতি চলছে।
১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন একা। পরের বছর কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। ডিপজল প্রযোজিত এই সিনেমায় তার নাম বদলে ‘একা’ রাখা হয়। সিনেমাটি মুক্তির পরে ব্যবসা সফল হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মান্নার সঙ্গে প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করে লাইম লাইটে চলে আসেন।
মান্না-একা জুটি হিট হয়। এ ছাড়াও রুবেল, অমিত হাসান, আমিন খান, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানের সঙ্গেও একা অভিনয় করেছেন। তবে অনেক বছর ধরেই চলচ্চিত্রে উপস্থিতি নেই তার।