• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

কারিনার পাশে তাপসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৪:৩৭ পিএম
কারিনার পাশে তাপসি

পরিচালক অলৌকিক দেশাই পৌরাণিক কাহিনি ‘রামায়ণ’ অবলম্বনে সিনেমা নির্মাণ করতে চলেছেন। এই ছবিতে ‘সীতা’ চরিত্রে অভিনয়ের জন্য কারিনা কাপুরের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পরিচালক। কিন্তু এটি সময়সাপেক্ষ চলচ্চিত্র হওয়ায় ১২ কোটি রুপি পারিশ্রমিক চেয়ে বসেন। এরপর থেকে নেট দুনিয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। 

তবে কারিনার এত টাকা পারিশ্রমিক চাওয়ায় দোষের কিছু দেখছেন না দক্ষিণী অভিনেত্রী তাপসি পান্নু। তিনি ভারতীয় গণমাধ্যশকে বলেন, “এই পারিশ্রমিক যদি কোনো পুরুষ চাইতেন, তখন বলা হত, তার মার্কেট ভ্যালু বেড়ে গিয়েছে। বিরাট সাফল্য হিসেবে দেখা হত বিষয়টা। যেহেতু একজন নারী এই পারিশ্রমিক চাইছেন, সে কারণেই বলা হচ্ছে, অনেক বেশি দাবি করছেন। নারীরা স্যালারি বেশি চাইলেই খবর হয়, সমস্যা হয়। কারিনা এখন দেশের অন্যতম মহিলা সুপারস্টার। তিনি যদি এই পারিশ্রমিক চান, সেটা তার বিষয়, তার কাজ। পুরুষ অভিনেতারা তো ফ্রিতে কাজ করছেন না।”
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!