• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

কলকাতায় মৈত্রী সম্মাননা পেলেন বাংলাদেশী অভিনেত্রী রেহনুমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৫:৪৫ পিএম
কলকাতায় মৈত্রী সম্মাননা পেলেন বাংলাদেশী অভিনেত্রী রেহনুমা

ভারতে সম্মাননা পেলেন বাংলাদেশের উপস্থাপিকা ও অভিনেত্রী রেহনুমা মোস্তফা। শনিবার (১০ এপ্রিল) কলকাতা আইসিসিআর গ্যালারিতে অনুষ্ঠিত ইন্দো-বাংলা মৈত্রী সম্মাননা তুলে দেয়া হয়। কলকাতা থেকে রেহনুমা জানান, ‘মৈত্রী সম্মাননা’ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।

দুই দিনব্যাপী সাংস্কৃতিক এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। ফেস্টিভেল-এর উদ্বোধনী অনুষ্ঠানে দুই বাংলার নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য কৃতি ব্যক্তিদের হাতে ইন্দো-বাংলা মৈত্রী সম্মাননা তুলে দেওয়া হয়।

এর আগে গত ২৫শে মার্চ রেহনুমা অভিনীত ‘লকডাউন লাভ স্টোরি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক ইমন। 

অভিনয়ের পাশাপাশি রেহনুমা মোস্তফা একজন টেলিভিশন সংবাদপাঠিকা ও গবেষক হিসেবেও কাজ করেন। 

Link copied!