দেশের এক সময়ের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কয়েক বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করছে না। কয়েকবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেও সেগুলো নিয়ে নেই কোনো অগ্রগতি। তবে এবার ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শনিবার (২৪ জুলাই) এই ঘোষণা দেয়া হয়। ওয়েব সিরিজগুলো নামও জানিয়েছে সংস্থাটি। তাদের প্রথম ওয়েব সিরিজের নাম ‘অনুতাপ’। এটি পরিচালনা করবেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।
জাজের পরের ওয়েব সিরিজগুলো নাম ‘পাপ’, ‘বারুদ’ ও ‘খোঁজ’। তবে এগুলো কে পরিচালনা করবেন বা এই সিরিজগুলোর গল্প কার লেখা তা জানায়নি জাজ। তবে এসব বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানোর কথা বলেছে এই প্রযোজনা সংস্থাটি।
জাজের সেই স্ট্যাটাসে জানানো হয়, “জাজ আর নতুন কোন সিনেমা বানাচ্ছে না। কারণ জাজের তিনটি সিনেমা তৈরি হয়ে আছে। করোনার কারণে মুক্তি দিতে পারছে না এবং এই বছর মুক্তি দিতে পারবে বলে মনে হয় না। আর এই তিনটা সিনেমাই বিগ বাজেটের। দুই থেকে তিন কোটি টাকার উপর বাজেট। এত টাকা কোনো মতেই ৫০টি হল থেকে উঠে আসবে না। আবার জাজের পক্ষে কম বাজেটের বা নিম্ন মানের সিনেমা বানানো সম্ভব নয়। তাই জাজ এখন থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ ও সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছে। ওয়েব সিরিজের ক্ষেত্রেও জাজ তার নিজ সুনামের সঙ্গে সুবিচার করেই চলবে।”