• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

‘এভেঞ্জার্স এন্ড গেম’-এর মতোই প্রযুক্তি নিয়ে আসছে ‘মুক্তি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০২:৪২ পিএম
‘এভেঞ্জার্স এন্ড গেম’-এর মতোই প্রযুক্তি নিয়ে আসছে ‘মুক্তি’

প্রথম ছবি থেকেই প্রযুক্তির ব্যবহার দেখিয়েছেন নির্মাতা ইফতেখার চৌধুরী। 
এবার ‘এভেঞ্জার্স এন্ড গেম’ সিনেমায় ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করছেন রাজ রিপা অভিনীত ‘মুক্তি’ চলচ্চিত্রে।

ইফতেখার চৌধুরী সংবাদ প্রকাশকে বলেন, আমাদের চলচ্চিত্র ‘মুক্তি’র কাজ শেষের পর্যায়ে রয়েছে। এরই মধ্যে সাত বার জাতীয় পুরস্কার বিজয়ী ইমন শাহ যুক্তরাষ্ট্রে ছবিটির জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক করবেন এবং বিখ্যাত সংগীত পরিচালক কিথ লে কন্ডাক্টর এবং অর্কেস্ট্রা হিসেবে থাকবেন। এছাড়াও, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন জেরেমি হাওয়ার্ড। এরই মধ্যে সবাই সঙ্গে চুক্তি হয়েছে।

ইফতেখার চৌধুরী আরো বলেন, “এই প্রথম বাংলাদেশি চলচ্চিত্রের স্কোর সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রে রচিত হবে এবং অরো ১১.১-এ শব্দ মিশ্রিত হবে, যে প্রযুক্তি  এভেঞ্জার্স এন্ড গেমের জন্য ব্যবহার করা হয়েছিল। 
ইফতেখার চৌধুরীর প্রযোজিত ও পরিচালিত মুক্তি সিনেমায় বাংলা চলচ্চিত্রের জন্য গেম চেঞ্জার হবে। অবশ্যই এটি বাংলা চলচ্চিত্রের জন্য বিশেষ এক ধামাকা।

‘মুক্তি’ সিনেমার এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জন্য সত্যিই খুব আনন্দে—এমনটাই মনে করেন নির্মাতা। 

ইফতেখার চৌধুরী ‘খোঁজ দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘অগ্নি’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘অগ্নি-২’, ‘ওয়ানওয়ে’, ‘নীলিমা’, ‘বিজলী’সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্র পরিচালনার পর এবার প্রযোজনায় হাত দিলেন।  ‘মুক্তি’ শিরোনামের এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা নায়িকা রাজ রিপা।

জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন অভিনেত্রী রাজ রিপা। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে ক্যারিয়ার গড়েছেন চলচ্চিত্রে। ‘দহন’ সিনেমায় তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এবার ‘মুক্তি’ ছবির নাম ভূমিকায় দেখা যাবে তাকে। তিনি অভিনয় করেছেন নয় জন নায়কের বিপরীতে।

Link copied!