• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

আরিয়ানের আইনজীবী বদল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০১:০২ পিএম
আরিয়ানের আইনজীবী বদল

কয়েক দফা আবেদন করার পরও মঞ্জুর হয়নি মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান খানের জামিন। মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারেই আছেন তিনি। এবার ছেলের জামিন করাতে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন শাহরুখ খান।

মঙ্গলবার (২৬ অক্টোবর) আরিয়ানের জামিনের মামলার শুনানি হবে। তবে নিম্ন আদালতে আরিয়ানের আইনজীবী মানশিন্ডে থাকলেও উচ্চ আদালতে তাকে দেখা যাবে না। দেখা যাবে সাবেক অ্যাটর্নি জেনারেল এবং বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগিকে। বিচারপতি নীতীন সাম্বরের সিঙ্গেল বেঞ্চের কাছে আজ দুই পক্ষই নিজেদের সমর্থনে বক্তব্য পেশ করবে।

ম্যাজিস্ট্রেট ও সেশন কোর্টে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হওয়া মামলায় তার হয়ে লড়েছিলেন মানশিন্ডে। আরিয়ানের জামিন না-হওয়া নিয়ে দেশের বড় একটা অংশ ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে। আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহলও। অনেকেই এর মধ্যে রাজনৈতিক দিক খুঁজে পেয়েছেন।

এদিকে এই মুহূর্তে জেলে কাউন্সেলিং চলছে ২৩ বছর বয়সী আরিয়ানের। এনসিবির নিয়ম অনুযায়ী, মাদক-কাণ্ডে কাউকে গ্রেপ্তার করা হলে তার কাউন্সেলিংয়ের বিশেষ ব্যবস্থা করা হয়। শোনা যাচ্ছে, কাউন্সেলিংয়ের সময় যথেষ্ট সহযোগিতাও করছেন আরিয়ান।

২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগাম প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সেখান থেকে আরিয়ানসহ অনেককে আটক করে তারা। প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও ১৭ জনকে গ্রেপ্তার করে এনসিবি।

Link copied!