বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়িতে সামনে বোমা রাখা হয়েছে। দুজন গ্রেপ্তার। কি দুই লাইন পড়ে থমকে গেলেন? না তেমন কিছু হয়নি। তবে এরকমই গুজব রটিয়েছে দুই মাতাল। মুম্বাই পুলিশের কাছে ফোন করে তারা বলে, বচ্চনের বাড়ির চার জায়গায় বোমা রাখা হয়েছে।
তাদের ফোন পেয়ে পুলিশ তো তড়িঘড়ি করে হাজির হয় বচ্চনের বাড়ির সামনে। কিন্তু এসে দেখে সব গুজব। মিথ্যা খবর রটানোর জন্য মাতাল দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজন গাড়িচালক। তাদের একজনের নাম রাজু। অন্যজন রমেশ।
গ্রেপ্তারের পর সেই দুই ব্যক্তির দাবি, তারা নাকি মুম্বাই পুলিশের দক্ষতা ও তৎপরতার পরীক্ষা নিতে চাইছিলেন।
রাত ৯টায় সেই ফোন পাওয়ার পর বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) এবং ডগ স্কোয়াড নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেছেন, “যে যে জায়গার উল্লেখ করা হয়েছিল, তার আশপাশের সমস্ত থানায় আমরা খবর দিয়েছিলাম। পরে সেই নম্বরে আবার ফোন করার পর বলা হয়, যিনি ফোন করেছিলেন, তিনি এখন খুব ব্যস্ত, বিরক্ত করা যাবে না। শেষে নিজের ফোন বন্ধ করে দেন সেই ব্যক্তি।”