অভিভাবকত্বকে উপভোগ করছেন নুসরাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০২:৩১ পিএম
অভিভাবকত্বকে উপভোগ করছেন নুসরাত

নুসরাত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে কম জলঘোলা হয়নি। সন্তান জন্ম দেওয়ার পরও জলঘোলা করে চলেছেন তিনি। সবাই একরকম ধরেই নিয়েছেন, অভিনেতা যশ দাশগুপ্তই তার সন্তানের বাবা। কিন্তু নুসরাত স্বীকার না করায় জোর গলায় কিছু বলা যাচ্ছে না।

সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নুসরাত। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ঘুরেফিরে তার ছেলে ঈশানের বাবার পরিচয় জানতে চান। এ সময় তিনি সেটা খোলাসা করেননি।

নুসরাত বলেন, “সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভালো সময় কাটাচ্ছি।”

এখন সন্তান ঈশানের স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত নুসরাত, তাই ডায়েট-ফায়েট নিয়ে ভাবার সময় নেই তার। মাতৃত্ব উপভোগ করছেন পুরোদমে। সন্তান জন্ম দেওয়ার পর মেদ ঝরাতে বিশেষ কোনো ডায়েট মেনে চলছেন কি না জানতে চাইলে তিনি বললেন, ছেলেকে স্তন্যপান করাচ্ছেন, ডায়েটের কথা পরে ভাবা যাবে। খাওয়া-দাওয়ার ব্যাপারে এখন কোনো ত্রুটি রাখছেন না।

Link copied!