• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রুপকের চিকিৎসায় শাবিপ্রবির ‘নোঙর’-এর চ্যারিটি কনসার্ট ২৪ মার্চ


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ১২:৪৩ পিএম
রুপকের চিকিৎসায় শাবিপ্রবির ‘নোঙর’-এর চ্যারিটি কনসার্ট ২৪ মার্চ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রুপকের চিকিৎসার্থে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘নোঙর’-এর উদ্যোগে ২৪ মার্চ অনুষ্ঠিত হবে চ্যারিটি কনসার্ট ‘সিগভিন্সির’।

সোমবার (২১ মার্চ) সকালে সংগঠনের সভাপতি মাশরাফি বিন মোক্তার অর্ণব এ বিষয়টি জানান।

অর্ণব বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রুপকের দুটি কিডনি বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার দরকার। আমরা ‘নোঙর’-এর পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করব। এজন্য আমরা চ্যারিটি কনসার্টের আয়োজন করেছি। ‘নোঙর’-এর উদ্যোগে এবং ‘নোঙর ফর হিউমিনিটি সেইকে’র অধীনে চ্যারিটি কনসার্ট ‘সিগভিন্সির’ ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। কনসার্টে পারফর্ম করবে উন্মাদ, মেঘদল এবং নোঙর ব্যান্ড। এ উপলক্ষে ক্যাম্পাসের অর্জুনতলায় টিকিট বিক্রি করা হচ্ছে। আগ্রহীরা ১৫০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবে। ২৪ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় কনসার্টের গেট খোলা হবে। 

কনসার্টের ফটোগ্রাফিক পার্টনার হিসেবে থাকবে শাবিপ্রবির ফটোগ্রাফিবিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা)।

Link copied!