• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাবিপ্রবি শিক্ষার্থীদের পাশে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ১০:৫৪ এএম
শাবিপ্রবি শিক্ষার্থীদের পাশে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বশেমুরবিপ্রবির আচার্য জগদীশ চন্দ্র বসু্ একাডেমি ভবনের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা শাবিপ্রবি উপাচার্যের মদদে পুলিশ বাহিনীর আগ্রাসনমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী জিহান বলেন, “শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে ন্যায্য অধিকার পাওয়া তাদের অধিকার, যা ক্ষুণ্ণ হলে তাদের আন্দোলন করাটাই স্বাভাবিক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুলিশ বাহিনী দিয়ে এমন আগ্রাসন চালানো ঠিক হয়নি, যা সম্পূর্ণ মানবতাবিরোধী। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তিন দফা দাবির আন্দোলন করে। সেই আন্দোলনে পুলিশ লাঠিপেটা ও গুলি ছোড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের মদদেই পুলিশ এ হামলা চালায়। তাই উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে সোমবার (১৭ জানুয়ারি) আবার আন্দোলনে নামেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।

Link copied!