রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের উদ্যোগে ‘শান্তিপূর্ণ সীমান্ত : কর্তব্য ও করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) বিভাগের এম. বদরউদ্দীন লেকচার থিয়েটারে আলোচনাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন।
আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এসময় শান্তিপূর্ণ সীমান্ত নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা রাখেন প্রধান আলোচক। তিনি বলেন, “সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আমাদেরকে সক্ষমতা গড়ে তুলতে হবে। নিজেদের নিয়ন্ত্রণ, মূল্যবোধের পরিবর্তন ও মেধার বিকাশ ঘটিয়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে।”
এছাড়া দেশে মাদকসেবন ও চোরাকারবারি বন্ধ হলে সীমান্তে ৮০ শতাংশ দ্বন্দ্ব কমবে বলে তিনি মন্তব্য করেন। তবে রাষ্ট্রের দিক থেকেও কিছু ত্রুটি রয়েছে বলেও মনে করেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ড. এম হাবিবুর রহমান, অধ্যাপক ড. এম. আনিসুর রহমান, অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সায়্যেদা মেহজাবিন কথা।
অনুষ্ঠানে বিভাগের উদ্যোগে ১৭ মার্চের শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কুইজ প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী নুসরাত জেরিন জেনিকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এতে রাবির আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।