• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাবিতে রাত ৮টার পর বহিরাগতদের প্রবেশ নিষেধ


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৩:৩৩ পিএম
রাবিতে রাত ৮টার পর বহিরাগতদের প্রবেশ নিষেধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাত ৮টার পর বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে ছিনতাই ও বহিরাগতের উৎপাত বেড়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় প্রক্টরিয়াল বডির সঙ্গে উপাচার্যের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী। সভায় আরও উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম , শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

আলোচনা শেষে সভায় নিম্নোক্ত কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়—

  • বহিরাগতদের চিহ্নিত করতে শিক্ষার্থীর পরিচয়পত্র/ জাতীয় পরিচয়পত্র চেক করা
  • অকারণে ঘোরাফেরা করা বহিরাগতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা।
  • প্রধান গেটগুলোতে শৃঙ্খলা বৃদ্ধি ও পুলিশ নজরদারির ব্যবস্থা করা।
  • ক্যাম্পাসের বিভিন্ন মাঠ, বাগান ও ভবনের পার্শ্ববর্তী স্থানে পর্যাপ্ত আলো ও মনিটরিংয়ের ব্যবস্থা করা।
  • সন্দেহজনক ব্যক্তি, গাড়ি, রিকশার গতিবিধি নজরদারিতে রাখা।
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহায়তায় ক্যাম্পাসে মনিটরিং ব্যবস্থা জোরদার করা।
  • ক্যাম্পাসে অনুমোদনবিহীন দোকান চিহ্নিত করে উচ্ছেদের ব্যবস্থা করা এবং অনুমোদিত দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা।
  • প্রধান রাস্তাগুলোতে বুথ স্থাপন করা।
  • নিষিদ্ধ দ্রব্যাদি বহন, সংরক্ষণ ও হস্তান্তর রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা।
  • ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা।
  • বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো অনুষ্ঠান করতে শিক্ষার্থীদের বিভাগীয় সভাপতি ও শর্ত সাপেক্ষে প্রক্টরের অনুমতি নিতে হবে।
  • বহিরাগতদের পিকনিকের কোনো অনুমতি দেওয়া হবে না।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!