বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে চতুর্থ গণবিজ্ঞপ্তি। এরই মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছে এনটিআরসিএ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) শাহীন আলম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় চতুর্থ শিক্ষক নিয়োগ চক্রের কার্যক্রম শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারদের তথ্যাদি এক্সেল শিটে হার্ডকপি এবং সফট কপি নির্দিষ্ট ছক আকারে এনটিআরসিএর ই-মেইলে পাঠাতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।