• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক পেজে ইবির শিক্ষক নিয়োগ আবেদন প্রক্রিয়া


ইবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৫:৪৯ পিএম
ফেসবুক পেজে ইবির শিক্ষক নিয়োগ আবেদন প্রক্রিয়া

ফেসবুক পেজের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ‘IUian-ইবিয়ান’ নামে একটি পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

সেখানে ‘Apply Now’ (অ্যাপ্লাই নাউ) নামে অপশন চালু করে আবেদনের সুযোগ রেখেছে তারা। তবে এ বিষয়টি ‘অথোরাইজড’ নয়; এবং অসৎ উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। অসৎ উদ্দেশ্যে কেউ এটা করে থাকতে পারে। আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। ফেসবুকের মাধ্যমে আমাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা আবেদন গ্রহণ করা হয় না। এটি নিয়ে আইসিটি সেলসহ সংশ্লিষ্ট মহলে নির্দেশ দিয়েছি।”

জানা গেছে, ‘ইবিয়ান’ নামে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা ‘Apply Now’ থেকে আবেদনের সুযোগ রেখেছে। এতে বিব্রত আবেদকারী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। বিষয়টি যাচাই করতে গিয়ে দেখা গেছে, ওই পেজের লিংক থেকে আবেদন করতে গেলে আবেদনকারীর ফেসবুকের সকল তথ্য অটোমেটিকভাবে ‘ফিল-আপ’ হয়ে যাচ্ছে। ওই তথ্য দেওয়ার পর সিভি সংযুক্ত করার একটি অপশনও সেখানে চালু রেখেছে। যেখানে সিভি আপলোড করা যাচ্ছে। পেজটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনোরকম সংশ্লিষ্টতা নেই বলেও জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ও বর্তমান কিছু শিক্ষার্থীরা মিলে পেজটি চালায়। অসৎ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ ও সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা। 

এ বিষয়ে পেজটির মডারেটর ও আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দীন বলেন, “সিনিয়রদের সঙ্গে কথা বলে আমি পোস্ট দিয়েছি। এটা আমাদের ভুল ছিল। পেজের অ্যাডমিন সাজ্জাদ ভাইয়ের সঙ্গে কথা বললে উনি আরও ভালো বলতে পারবেন।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বলেন, “এটার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইসিটি সেলের কোনো সম্পর্ক নেই। উপরন্তু ওই লিংক থেকে আবেদন করলে সে তথ্য মূল পয়েন্টে যাবে না। ফলে, এই প্রতারণা থেকে চাকরিপ্রার্থীদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আট বিভাগের ১৩টি পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরে ওই পেজে বিজ্ঞপ্তিটি শেয়ার করা হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!