দেশে চলমান করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনও আমরা ভালো অবস্থায় আছি। তবে পরিস্থিতি খারাপ হলে স্কুল কলেজের ব্যাপারে আমরা যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
সোমবার (৩ জানুয়ারি) চারদিনব্যাপী সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “পাশের দেশ ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে। আমাদের দেশে এ হার কম। তবে ইতোমধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
দীপু মনি বলেন, “বিগত বছরগুলোতে মার্চ মাসে দেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না। স্বাস্থ্যবিধি মানলে আমরা সংক্রমণ কম রাখতে পারব।”