চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্ত্রসহ আটক যুবক


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৮:৪৬ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্ত্রসহ আটক যুবক
আটক সাউদ সালমান। ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অস্ত্রসহ একজনকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক হওয়া সাউদ সালমান চবির সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের সামনে থেকে একটি রিভলবারসহ সাউদ সালমানকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের পদত্যাগের দাবিতে তিন দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। পদত্যাগ না করায় এবার ক্যাম্পাসে উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!