খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) রাতে কুয়েটের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে কুয়েটের উপাচার্যের অপসারণ চেয়ে ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।