• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

যৌন হয়রানির অভিযোগে রাবি চিকিৎসক রাজুকে সাময়িক বরখাস্ত


রাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৩:০৬ পিএম
যৌন হয়রানির অভিযোগে রাবি চিকিৎসক রাজুকে সাময়িক বরখাস্ত
চিকিৎসক রাজু আহমেদ

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ ৫ নভেম্বর বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

অধ্যাপক পাণ্ডে জানান, চিকিৎসক রাজু আহমেদের বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার ১৩ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে চিকিৎসক রাজুর বিরুদ্ধে। পরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ‍‍`নারী ও শিশু নির্যাতন দমন আইনে‍‍` একটি মামলা করেন ওই অধ্যাপিকা। এছাড়া এ ঘটনার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন জানান তিনি।

এছাড়া চিকিৎসক রাজুর স্থায়ী চাকরিচ্যুতের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!