• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

শাবিপ্রবির আধুনিক ভাষা শিক্ষার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


শাবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০১:৩৯ পিএম
শাবিপ্রবির আধুনিক ভাষা শিক্ষার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানে আরবি, ইংরেজি, ফরাসি (ফ্রেঞ্চ), জার্মান, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষায় ভর্তির জন্য পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

গত ৯ মার্চ থেকে শুরু হওয়া ভর্তি আবেদনের শেষ তারিখ বৃহস্পতিবার (২৪ এপ্রিল)।

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো বয়সের এবং শ্রেণিপেশার ব্যক্তি এতে ভর্তি হতে পারবেন।

ভর্তি  আবেদনের জন্য সোনালী ব্যাংক, পিএলসি, শাবিপ্রবি শাখা, সিলেটে ‘আধুনিক ভাষা ইনস্টিটিউট’ হিসাব নং ০২০০০১৮২ এ নগদ ৫০০ টাকা জমাদানপূর্বক জমা রশিদসহ ইনস্টিটিউটের অফিস ( A-বিল্ডিং, ২২৯নং কক্ষ) থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জমা দিতে হবে।

শাবিপ্রবির বর্তমান শিক্ষার্থী, স্থায়ী বা অস্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোর্স ফি ৪ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য  ৯ হাজার ৯০০ টাকা। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১২ জুলাই।

Link copied!