• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাবির স্কুল অব লাইফ সাইন্সেস অনুষদের নতুন ডিন ড. মামুন


শাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ০১:৩১ পিএম
শাবির স্কুল অব লাইফ সাইন্সেস অনুষদের নতুন ডিন ড. মামুন
ছবি: প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সাইন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

এর আগে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর স্কুল অব লাইফ সাইন্সেস অনুষদের ডিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল ইসলামের মেয়াদ শেষ হয়। ফলে বিশ্ববিদ্যালয় আইন ২৮(৫) ও ২৮ (৬) ধারা অনুসারে ২৯ অক্টোবর থেকে আগামি ২ বছরের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুনকে লাইফ সাইন্সেস অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

এ দিকে গতকাল রবিবার নতুন ডিনের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, গতকাল সকালে ডিন হিসেবে দায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও সার্বিক উন্নয়নে কাজ করব। অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিতেও কাজ করব। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।

Link copied!