পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়’। মূল বক্তা হিসেবে প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
বুধবার (৩১ মে) জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে,সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয় দিবস পালন বিষয়ক নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন ড. মসিউর রহমান। মসিউর রহমান সরকারি চাকরি থেকে অবসরের পর বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন।





































