• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

জাবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৬:০৮ পিএম
জাবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের’ (ওয়াইজেএফবি) ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ‘ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক’ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ফাহিম আহম্মেদ মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল মান্নান।

কমিটিতে স্থান প্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহসভাপতি তানভীর রিফাত অনিক (কালবেলা), যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব জামান (বিডিনিউজ২৪.কম), সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা মেঘলা (ডেল্টা টাইমস), কোষাধ্যক্ষ আল আমিন হোসাইন রুবেল (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (বাংলা ইনসাইডার), তথ্য ও প্রযুক্তি সম্পাদক বায়েজীদ হাসান রাকিব (ইনকিলাব), প্রশিক্ষণ সম্পাদক জোবায়ের আহমেদ (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল হাথিস (ভোরের ডাক)।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শাহ আলম (দ্য কান্ট্রি টুডে), ইয়াসির আরাফত সুমন (ডেইলি দর্পণ), বোরহান উদ্দীন রাব্বানী (যুগবার্তা), ওসমান সরদার (শেয়ার বিজ) এবং এস এম তাওহীদ (সাম্প্রতিক দেশকাল)।

Link copied!