• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি ডিবেটিং ফোরাম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ১১:৪০ এএম
জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি ডিবেটিং ফোরাম
ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জাডস) রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম । রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের বিপক্ষে এ বিজয় অর্জন করেন তারা।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। সাংসদীয় পদ্ধতিতে পরিচালিত এ বিতর্ক প্রতিযোগিতায় ৭/২ ব্যালটে জয়লাভ করে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ)। প্রতিযোগিতায় ডিবেটর অব দ্য ফাইনাল হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের শাহরিয়ার ফাহিম, যৌথভাবে ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হয়েছেন রিফাত হোসেন ও আহনাফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, টিচ ফর বাংলাদেশের সিইও মুনিয়া ইসলাম মজুমদার, প্রধান বিচারক জুনানজিনা আহমেদ তৃণা।

অধ্যাপক আহমেদ রেজা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ” বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম সংগঠনগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি অন্যতম। শুরুতেই জাডসের সাথে যারা ছিলেন তাদের সকলের পরিশ্রমের কারণেই এ সংগঠন আজ এ পর্যায়ে এসেছে। আজকের এ আয়োজন সকলের প্রচেষ্টার ফসল।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ” আমি ব্যাক্তিগতভাবে বিতর্ক পছন্দ করি। ৩২টি বিশ্ববিদ্যালয়কে এক প্ল্যাটফর্মে এনে বিতর্ক করানো কঠিন কাজ। তবে এ কাজে সফলতা দেখিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা। ” এজন্য তিনি জাডসের সদস্যদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য,আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দেশসেরা বিতার্কিক দল অংশগ্রহণ করে। ২৭ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনে প্রাথমিক পর্ব ৪ রাউন্ড ট্যাবের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের জন্য ৮টি দল বাছাই করা হয়। অতঃপর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল রাউন্ডের পর ২টি দল ফাইনাল বিতর্কের জন্য উত্তীর্ণ হয়। ২৮ অক্টোবর সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রদর্শনী বিতর্ক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সবশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিনের এ উৎসবের পর্দা নামে।

Link copied!