• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আমরণ অনশনের ঘোষণা নোবিপ্রবি শিক্ষার্থীদের


নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৫:২১ পিএম
আমরণ অনশনের ঘোষণা নোবিপ্রবি শিক্ষার্থীদের

বিভাগের নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন করার দাবিতে দীর্ঘদিন আন্দোলনের পর এবার আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

দীর্ঘ প্রায় চার মাস ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা। বিভিন্ন সময় প্রশাসনের আশ্বাসের পরও দাবি আদায় না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্দোলনের মুখপাত্র ও বিএমএস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন সাব্বির বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন করার দাবিতে আমরা প্রায় চার মাস ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ আন্দোলন চলমান রেখেছি। আমাদের আন্দোলনের মুখ্য বিষয় হলো বিভাগের নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন।”

আবদুল্লাহ আল মামুন সাব্বির বলেন, “আমরা আন্দোলনে নেমেছি শান্তিপূর্ণভাবে। কখনো প্রশাসনের সঙ্গে অসহযোগিতামূলক কোনো আচরণ করিনি। কিন্তু প্রশাসনের অবহেলার স্বীকার হয়েছি। আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিলেও দীর্ঘ সময় ধরে প্রায় চার মাস আমাদের বিভাগের ডিগ্রি পরিবর্তনের বিষয়টির কোনো সুরাহা হয়নি। আমরা যারা শেষ বর্ষে আছি, তারা এখন চাকরির প্রস্তুতিসহ ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময় রেখে আন্দোলনে সময় দিয়েও প্রশাসনের অবহেলায় সমাধান পাইনি। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।”

লিখিত বক্তব্যে সাব্বির আরও বলেন, “আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। আগামী ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিভাগের ডিগ্রি পরিবর্তনজনিত সমস্যা সমাধান না হলে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হব।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!