• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঢাবির ভর্তি পরীক্ষায় শাবি কেন্দ্রে অনুপস্থিত ৯৫ শিক্ষার্থী


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৩, ০৬:০২ পিএম
ঢাবির ভর্তি পরীক্ষায় শাবি কেন্দ্রে অনুপস্থিত ৯৫ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী এবং অনুপস্থিত ৯৫ জন শিক্ষার্থী।

শনিবার (৬ মে) বিকেলে শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. দিলারা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দিলারা রহমান বলেন, “ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৭৫১ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে না আসায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।”

তিনি আরও বলেন, “শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুন্দরভাবে পরীক্ষা নিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।” 

Link copied!