• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

৫৭ পরীক্ষার্থী ভুয়া, কেন্দ্রসচিবসহ সবাই আটক


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১২:৫৭ পিএম
৫৭ পরীক্ষার্থী ভুয়া, কেন্দ্রসচিবসহ সবাই আটক
নওগাঁর মানচিত্র। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

একটি মাদ্রাসা কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থী প্রক্সি দেওয়ার সময় ধরা পড়েছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৮ জনতে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর সাপাহারে সরবতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা। 
এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে ওই শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।

চলতি বছরের (২০২৪ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!