ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।
আব্দুল মঈন বলেন, “সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার প্রায় ৭৩ শতাংশ। এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিল ২৪ হাজার ৭৮ জন প্রার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ৬১৩ জন। পরীক্ষায় পাস করেছে ১২ হাজার ৬৬২ জন।”
এছাড়া পরীক্ষার ফল নিয়ে কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে রিভিউয়ের (পুনঃনিরীক্ষা) সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ৫ নভেম্বর সকাল দশটায় রাজধানীর সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।