আগামী ১৬ আগস্টের পর থেকে নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সশরীরে পরীক্ষা নিতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ নাসিম হাসান বলেন, ১৬ আগস্টের পর থেকে স্ব স্ব বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সশরীরে সকল পরীক্ষা হবে।
শতভাগ টিকা নিশ্চিতের পর হল খুলে দেওয়া হবে বলে তিনি জানান।