• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

রাবিতে পুষ্টিবিষয়ক কর্মশালা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৩:৩৯ পিএম
রাবিতে পুষ্টিবিষয়ক কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ ও পুষ্টিগুণসমৃ্দ্ধ খাদ্য নিশ্চিত বিষয়ক চার দিনের কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (৫নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালাটির আয়োজন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়্যারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

এতে বিজ্ঞানী, বিভিন্ন পর্যায়ের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, উপসহকারী কৃষি, মৎস্য প্রাণিসম্পদ কর্মকর্তা, সম্প্রসারণ কর্মী,  স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, মৎস্য চাষী, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাবির ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়মিন হোসেন।

Link copied!