লালমনিরহাটের আদিতমারীতে ৯৯৯ অন্তর্ভুক্ত লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় চালক আব্দুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বড়াবাড়ি এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে। এসময় তল্লাশি চালিয়ে ৬৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ।
আব্দুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। অপরজন লিটন মিয়া একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ অন্তর্ভুক্ত লাশবাহী একটি অ্যাম্বুলেন্স সোমবার (৩ জানুয়ারি) কুমিল্লা থেকে উপজেলার ভেলাবাড়ী এলাকায় আসে। পুলিশের সন্দেহ হলে ওই অ্যাম্বুলেন্সের উপর নজর রাখেন পুলিশ।
উদ্ধারকারী অফিসার এসআই জয়নাল আবেদীন জানান, ভেলাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা করেন। পুলিশ পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা চালায়। অবশেষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাসা সংলগ্ন এলাকা থেকে অ্যাম্বুলেন্স আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৬৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় চালক ও মাদক ব্যবসায়ীকে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে।