• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

৬শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৬:৫৬ পিএম
৬শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বান্দরবানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ড লেমুঝিরি আগাপাড়ায় এক বৈদ্যর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন ক্যথে চাকমা (২২), ক্যলায়ে চাকমা (২০)। তারা টেকনাফ উপজেলার ২নং ওয়ার্ড আমতলী গ্রামের উমংক্য ও নিয়সাবু চাকমার ছেলে। অপর একজন শান্তিময় তংচঙ্গ্যা (২৮)। তিনি কুহালং ইউনিয়নের বাকিছড়ামুখ গ্রামের জ্যোতিময় তংচঙ্গ্যা ছেলে।

ডিএনসি সূত্রে জানা যায়, বিভাগীয় কর্মকর্তা মো. আফজাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে বৈদ্যর বাড়িতে অভিযান চালানো হয়। পরে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৬শ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরির্দশক মো. আফজাল হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!