• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

২০ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৩:১৩ পিএম
২০ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দ আহমেদকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে নগরের আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে (২৮ জানুয়ারি) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার এ তথ্য নিশ্চিত করেছে।

নুরুল আবসার বলেন, সৈয়দ আহমেদকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পলাতক জীবন সম্পর্কে বিবরণ দিয়েছেন। তিনি কখনো উদ্বাস্তু, কখনো বাবুর্চি, কখনোবা নিরাপত্তাকর্মীর ছদ্মবেশে ঘুরে বেড়িয়েছেন চট্টগ্রাম নগরে।

জানা যায়, জানে আলমকে ২০০২ সালের ৩০ মার্চ সকালে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তার বড় ছেলে তজবিরুল আলম বাদী হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর বিচারিক ২০০৭ সালের ২৪ জুলাই রায় ঘোষণা করেন। রায়ে সৈয়দ আহমেদসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৮ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করেন। আপিলে সৈয়দ আহমেদসহ ১০ জনকে মৃত্যুদণ্ড, ২ জনকে যাবজ্জীবন ও বাকিদের খালাস দেওয়া হয়।

Link copied!